আয়োজকদের বিরুদ্ধে মামলা
বড়লেখা শাহবাজপুরে সুন্নতে খৎনা দিতে গিয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

<span style='color:#077D05;font-size:19px;'>আয়োজকদের বিরুদ্ধে মামলা</span> <br/> বড়লেখা শাহবাজপুরে সুন্নতে খৎনা দিতে গিয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

উপজেলা সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা অন্তর্গত ৪নং উত্তর শাহবাজপুরে একটি সংগঠনের ফ্রী সুন্নতে খাৎনা দিতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৬শে মার্চ সন্ধায় ঘটনাটি ঘটে। নিহত শিশু ইউনিয়নের সায়পুর গ্রামের বিলাল আহমদের পুত্র সাইফুল ইসলাম (৮)।
জানা যায়, শাহবাজপুর সচেতন যুব পরিষদ নামক একটি সংগঠন অসহায় ও দরিদ্র শিশুদের ফ্রী সুন্নতে খৎনা কার্যক্রমের আয়োজন করলে সেখানে খৎনা দিতে গিয়ে শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহবাজপুর ইউপি কমপ্লেক্সে ২৬ শে মার্চ সংগঠনটি অসহায় শিশুদের সুন্নতে খৎনার জন্য ফ্রী ক্যাম্প করে। এতে শ’খানেক শিশুদের সুন্নতে খৎনা দেওয়া হয়। কার্যক্রম পরিচালনা করতে গিয়ে চিকিৎসকের গাফলতিতে একাধিক শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ পাওয়া যায়। রক্ত বন্ধ না হওয়ায় এর মধ্যে একাধিক শিশুকে বড়লেখা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধার পর সাইফুল নামক শিশুটির মৃত্যু হয়।
এদিকে আজ ৩১ শে মার্চ এই ঘটনায় নিহতের পিতা বিলাল আহমদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, সচেতন যুব পরিষদের সভাপতি, আবির আহমেদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মাহিন, দপ্তর সম্পাদক মাসুদ আহমেদ, তোয়াহীদুর রহমান টিপু, আব্দুল ওয়াদুদ, মতিউর রহমান জাকের, এমদাদ কামাল, মহসিন হোসাইন, আরিফ সাদি, জামাল হোসেন, তাওহিদুল হক, শাহরিয়ার শাফি, মোস্তাফিজুর রহমান, জামাল হোসেন ও রুমান আহমদ।
বাদীর দাবী স্থানীয় ডাক্তাররা তাকে বলেছেন, ভুল চিকিৎসায় তার শিশুর মৃত্যু হয়েছে, তাই তিনি মামলাটি করেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদউল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি কার্যক্রমটির ব্যাপারে অবগত আছেন বলে জানান৷ তদন্ত ছাড়া এ বিষয়ে মুখ খুলতে রাজি হোননি তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল