২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০
স্পোর্টস ডেস্ক
ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছেন সেই মার্চ মাসে।
কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তার।
কেননা করোনার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না টাইগাররা। যে কারণে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিতে মুখিয়ে তামিম। যদিও চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার সে স্বাদ কিছুটা হলেও পূরণ করছে, যা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।
ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন এ ওপেনার।
জানা গেছে, আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে বাংলাদেশ।
আর তামিম মনে করেন, টি-টোয়েন্টি কাপের এই অভিজ্ঞতা জাতীয় দলের অধিনায়কত্ব করার সময় কাজে দেবে।
এদিকে তামিমের নেতৃত্বে তার দল বরিশাল টুর্নামেন্টে ধুঁকছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় দিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তার দল।
দলের এমন হালের দায়ভার কি অধিনায়কের ওপর পড়ছে না?
জবাবে তামিম জানান, তিনি এখনও শিখছেন।
রোববার সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি শিখছি কিনা। আমি যদি এখান থেকে শিখতে পারি আর ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হই, তা হলে অধিনায়ক হিসেবে ভালো করতে পারব। তখন আপনি বলতে পারবেন যে, অভিজ্ঞতার ফল পাওয়া যাচ্ছে। গোটা দল ভালো না করলে তাদের উদ্বুদ্ধ করা কঠিন। আমাদের দলে (বরিশাল) কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি।
অবশ্য কথা বললেই যে সমস্যার সমাধান হবে তাও মনে করেন না এই বাঁহাতি ওপেনার। অধিনায়কোচিত পারফরম্যান্সও এখানে জরুরি।
‘দল যখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মুখে কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য। আমি সারা দিন কথা বলতে পারি, কিন্তু যদি কিছু ভুল করি, কথা বলার কোনো মানে নেই। তাই ব্যাট হাতেই আমাকে ওদের দেখাতে হবে যে, আমি কী চাই। এর পরই দলের সদস্যরা আমার পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেবে।’
এ টুর্নামেন্টে দল খারাপ করলেও তামিমের ব্যাট কথা বলছে। এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ১১৬.৮৭ স্ট্রাইক রেটে তামিমের সংগ্রহ ১৮৭ রান। হাফসেঞ্চুরি রয়েছে একটি।
এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ভালো ব্যাটিং করছি। বলব না যে, খুব ভালো করছি। তবে খুব খারাপও করছি না।’
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D