ভারতীয় শাড়ী সহ নোহা গাড়ী আটক

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

ভারতীয় শাড়ী সহ নোহা গাড়ী আটক

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর ভারতীয় শাড়ী সহ একটি নোহা গাড়ী আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

জানা গেছে,বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ত্রিশ মিনিটে উপজেলার হরিপুর করিচেরপুল এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে-জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে করিচেরপুল ব্রীজ সংলগ্ন এলাকায় হেমু তিনপাড়া গেইটের বিপরীতে তামাবিল মহাসড়কে একটি নোহা গাড়ী (ঢাকা- মেট্রো – গ- ১৪-৬২৯৭) আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে নোহা গাড়ীতে তল্লাশী চালিয়ে ৪টি প্লাস্টিকের বস্তায় ৯৬ পিস ভারতীয় শাড়ী আটক করে পুলিশ।পুলিশ জানায় আটক করা শাড়ীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা সমপরিমাণ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান শাড়ী সহ নোহা গাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে  মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল