ভারতীয় গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

ভারতীয় গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের আলাই মিয়া ও মো. ফয়সল মিয়া।

বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুর রশীদ জানান, উপজেলার হরিণখোলা সীমান্তে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারদণ্ড দেয়া হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল