ভারতের জন্য নিয়ম পাল্টাবে না অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

ভারতের জন্য নিয়ম পাল্টাবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

মহামারী করোনাভাইরাসের কারণে এখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে লকডাউন চলছে। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন কঠিন বিধি-নিষেধের মধ্যেই আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া।

করোনার এই কঠিন সময়ে দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে কোয়রেন্টিনে থাকায় ভারতীয় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে। তাই টিম ইন্ডিয়ার পক্ষ হতে কোয়ারেন্টিন নীতি শিথীলের অনুরোধ জানানো হয়েছে।

তবে কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের জন্য স্বাস্থ্যবিধি ভাঙা হবে না। স্বাস্থ্যবিধি মেনে ভারত না খেলতে চাইলেও কোনো আপত্তি নেই।

রোববার কুইন্সল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তা জেনেট ইয়ং জানিয়েছেন, আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি না। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কারও জন্য ছাড় নেই। বাধ্যতামূলক কোয়রেন্টিনে থাকতেই হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিত প্লেয়ারদের সঙ্গে এ নিয়ে কথা বলা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জায় পড়ে ৮ উইকেটে হেরে যায় ভারত। দ্বিতীয় টেস্টে মেলবোর্নে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমান ব্যবধানে জিতে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি। সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ হবে সিডনি ও ব্রিসবেনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল