সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
করোনাভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিকেটকে মাঠে ফিরিয়েছে ইংল্যান্ড। বায়ো বাবলের সুরক্ষায় নির্বিঘ্নে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও পরে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলেছে স্বাগতিক ইংল্যান্ড।
এমন উদাহরণকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলকে চালিয়ে নিচ্ছে ভারত।
এবার করোনার মধ্যেই খেলায় ফিরতে সাহস দেখাচ্ছে অস্ট্রেলিয়া।
আগামী ২৭ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত দলকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া।
সব কিছু ঠিক থাকলে এ সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্ট, ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
সিরিজ সামনে রেখে ভারতের বিপক্ষে লড়তে ওয়ানডে, টি-টোয়েন্টির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে অংশ নেয়া খেলোয়াড়দের বেশিরভাগই রয়েছেন এ একাদশে। খুব একটা পরিবর্তন আনা হয়নি।
বাদ পড়েছেন শুধু রিলে মেরেডিথ, গোড়ালির ইনজুরির কারণে নেই পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। আরও একবার সীমিত ওভারের ক্রিকেট থেকে বঞ্চিত হচ্ছেন নাথান লায়ন। তার বদলে স্পিন ডিপার্টমেন্টে রাখা হয়েছে অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পাকে।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার ময়সেস হেনরিকস।
প্রথমবারের মতো দেশটির জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিন।
চলতি শেফিল্ড শিল্ড ক্রিকেটে অপরাজিত ১৫৮ ও ১৯৭ রানের দুটি ইনিংস খেলে চমক লাগিয়ে দেন গ্রিন।
এই দুই ইনিংসের অসি নির্বাচকদের নজরে পড়েন গ্রিন।
আগামী ২৭ নভেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি