১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
১৮ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পান সূর্যকুমার। এবার ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন তিনি।
এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দলে জায়গা হয়নি মোহাম্মদ শামি, সাঞ্জু স্যামসন, মানিশ পান্ডে, মায়াঙ্ক আগারওয়ালের। এছাড়াও দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ।
ভারতের ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কূলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, থাঙ্গারসু নাটরাজন, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণা।
আগামী ২৩ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ মার্চ। সবগুলো ম্যাচ পুনেতে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D