ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কে, জানালেন গাভাস্কার

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার কে, জানালেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক :

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বাছাই করলেন সুনীল গাভাস্কার। কিন্তু দেশটির সর্বকালের সেরা সেই ক্রিকেটারটি ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশটি সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার নয়।

শুধু তাই নন, ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারটি সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি কিংবা বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার বিরাট কোহলিও নয়।

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এক সাক্ষাৎকারে বলেছেন, সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনি ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে অনেক সাফল্য পেয়েছেন। শচীন শুধু ভারত না, বিশ্বের সেরা ক্রিকটার হিসেবে ক্যারিয়ার শেষ করেছেন।

তবে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার আমাকে বেছে নিতে বললে আমি কপিল দেবের নামই বলব। কপিল দেবই ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার। সে চিরকাল এক নম্বর থেকেই যাবে।

১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ী অধিনায়ক ছিলেন কপিল দেব। তার প্রশংসা করে গাভাস্কার আরও বলেছেন, ব্যাট এবং বল দুই দিয়েই দেশের হয়ে ম্যাচ জেতাতে পারতেন কপিল দেব। প্রয়োজনে উইকেট নিতে পারতেন। আবার শতরান করেও ম্যাচ জেতাতে পারতেন। ওর দুরন্ত ক্যাচগুলো ভুললেও চলবে না। কপিল দেব একজন সম্পূর্ণ ক্রিকেটার ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল