ভারতের ‘সাংঘাতিক’ প্রতিভায় সতর্ক অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০

ভারতের ‘সাংঘাতিক’ প্রতিভায় সতর্ক অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জায় পড়া ভারতীয় ক্রিকেট দলের ‘সাংঘাতিক’ প্রতিভা নিয়ে বাড়তি সতর্ক অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইন।

শনিবার শুরু হতে যাওয়া চার ম্যাচ সিরিজের দ্বিতীয় তথা মেলবোর্ন টেস্টের আগের দিন বৃহস্পতিবার পেইন বলেছেন, ক্রিকেটের গর্বিত দেশ ভারত। ওদের দলে বেশ কিছু ‘সাংঘাতিক’ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। মানসিকভাবে ওরা বিপর্যস্ত, এমন ভাবার কারণ নেই।

তিনি আরও বলেছেন, যখনই মনে হবে সব ঠিক আছে তখনই কিন্তু বিপদ ঘটে যায়। ইংল্যান্ডে পঞ্চম টেস্টে যেমনটি হয়েছিল। তারপর থেকেই আমরা অনেক বেশি সতর্ক। অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে আমরা যেভাবে জিতেছি, দ্বিতীয় টেস্টে মেলবোর্নেও সেই জয়ের ধারবাহিকতা ধরে রাখতে চাই। তারপর তৃতীয় এবং চতুর্থ টেস্ট নিয়ে ভাবা যাবে।

অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করে ২৪৪ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।

৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ৩৬ রানে অলআউট হয় ভারত। সফরকারী দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও কামিন্স পাঁচ ও চার উইকেট শিকার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল