ভারতের হারে জাদেজার রান আউট বিতর্ক

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

ভারতের হারে জাদেজার রান আউট বিতর্ক

ক্রীড়া ডেস্কঃঃ  চেন্নাইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি ভারত। ৮ উইকেটে হেরেছে স্বাগতিকরা। ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও শেই হোপ। তবে ভারতের হারের ম্যাচে আলোচনায় রবীন্দ্র জাদেজার রানআউট। ভারতের ইনিংসের ৪৮তম ওভারের ঘটনা। ২০ বলে ২১ রান নিয়ে ব্যাট করছিলেন জাদেজা। কেমো পলের করা চতুর্থ বল মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নেন তিনি। কিন্তু থ্রোতে তার স্টাম্প ভেঙে দেন রোস্টন চেজ।

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা রানআউটের আবেদন করলেও তেমন জোর ছিল না তাতে। আম্পায়ার শট জর্জও নটআউট দেন জাদেজাকে। কিন্তু কয়েক সেকেন্ড পরই কাইরন পোলার্ডসহ ওয়েস্ট ইন্ডিজের বাকি ক্রিকেটারররা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। এরপর রিপ্লে থেকে তৃতীয় আম্পায়ার রড টাকার আউট দেন জাদেজাকে। ধারাভাষ্যকার তখন বলছিলেন, ‘কেউ হয়তো গ্যালারি থেকে রোস্টন চেজকে সংকেত দিয়েছেন ওটা আউট ছিল।’
ভারতীয় অধিনায়ক কোহলি ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ নিয়ে বলেন, ‘আমি জীবনে এমন ঘটনা ঘটতে দেখিনি। মাঠের বাইরের লোক মাঠের খেলা প্রভাবিত করতে পারে না। কিন্তু আমার মনে হয় জাদেজার ক্ষেত্রে তাই ঘটেছে। তখন সেটা না ঘটলে আমরা আরো ১৫-২০ রান বেশি পেতে পারতাম।’ সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া টুইট করেন, ‘আউটকে আউটই দেয়া হয়েছে। কিন্তু বিষয়টা কি ন্যায়সঙ্গত হলো?’ তবে কাইরন পোলার্ড বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, দিন শেষে সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে। এটাই গুরুত্বপূর্ণ। আমরা আপিল করলেও আম্পায়ার তখন সেটা কানে তোলেননি। কিন্তু শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেয়া হয়।’ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ২৮৭/৮ সংগ্রহ করে ভারত। এদিন ভারতের টপঅর্ডার ব্যর্থ হয়। ৮০ রানের মধ্যেই বিদায় নেন রোহিত শর্মা (৩৬), লোকেশ রাহুল (৬) ও অধিনায়ক বিরাট কোহলি (৪)। শ্রেয়ার আইয়ার (৭০) ও ঋষভ পান্তের (৭১) ১১৪ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় ভারত। শেলডন কটরেল, আলজারি জোসেফ ও কেমো পল ২টি করে উইকেট নেন। জবাবে শিমরন হেটমায়ার-শেই হোপের সেঞ্চুরিতে ৪৭.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করা হেটমায়ার ১০৬ বলে ১৩৯ রান করে আউট হন। ১১ বাউন্ডারি ও ৭ ছক্কায় বিধ্বংসী ইনিংসটি সাজান তিনি। হোপ ১৪৯ বলে পূর্ণ করেন ক্যরিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ১০২ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে হোপ-হেটমায়ারের ২১৮ রানের জুটিই পথ দেখিয়ে দেয় উইন্ডিজকে। শেষ দিকে নিকোলাস পুরান ২৩ বলে ২৯* রানের কার্যকরী ইনিংস খেলেন। হোপের সঙ্গে ৬২ রানের নিরবিচ্ছিন্ন জুটিতে পুরান জয় উপহার দেন দলকে। আগামীকাল বাঁচা-মরার লড়াইয়ে নামছে কোহলিরা।

কাজল/১৭/১২/২০১৯

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল