ভারত সফরের দলে আরাফাত সানি-আল আমিন

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

ভারত সফরের দলে আরাফাত সানি-আল আমিন

স্পোর্টস ডেস্ক :: আগামী নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন ও স্পিনার আরাফাত সানি।

এই দলে নতুন মুখ নাঈম শেখ। যদিও সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন নাঈম। কিন্তু ম্যাচ খেলতে পারেননি তিনি। গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এই সিরিজে ফিরেছেন তিনি।

সুযোগ পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। গত মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকেও এই সিরিজে রাখা হয়েছে। আছেন অলরাউন্ডার আফিফ হোসেন।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৭ নভেম্বর রাজকোটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ১০ অক্টোবর নাগপুরে হবে তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে বিরাট কোহলিদের বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সিরিজের মাধ্যমে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে টাইগাররা।

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদ্যসের বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল