ভার্থখলায় কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস লিপনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৩

ভার্থখলায় কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস লিপনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

ভার্থখলায় কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস লিপনের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন এর ঠেলাগাড়ী মার্কার সমর্থনে ভার্থখলার বি-ব্লকবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা বুধবার রাতে ভার্থখলায় অনুষ্ঠিত হয়।

ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি মিছবাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- মুরব্বী মখলিছুর রহমান, হেলাল বকস, সিরাজুল ইসলাম শিরুল, খন্দকার মহসিন কামরান, বিলাল আহমদ, আব্দুল হাই শ্যামল, জিয়াউস শামস্ পাবলু, কামাল আহমদ, দুলাল আহমদ, সাহেদ আহমদ, মির্জা মতি, সাদেক আহমদ, তানভির আহমদ, মোমেদ আহমদ, জামিল আহমদ, ফাহিম, সাফাত, তাজুল, আল-আমীন, তানভির প্রমুখ।

এছাড়াও সভায় এলাকার অসংখ্য নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।

সভায় ঠেলাগাড়ী মার্কায় ভোট এবং সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চেয়ে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর তৈফিক বকস লিপন বলেন, আমি কাজের মানুষ, কাজ করতে ভালবাসী। ওয়ার্ডের মুরব্বীদের সুপরামর্শ নিয়ে ২৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। যা অতীতে এই ওয়ার্ডে কখনো হয়নি। ওয়ার্ডে অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে পুনঃরায় ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

সভায় বক্তারা বলেন, লিপন বকস ২৬নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছেন, তা ওয়ার্ডবাসী কখনো ভুলবেন না। তাঁর কাজের মুল্যায়ন হিসেবে ওয়ার্ডবাসী ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন।

বক্তারা বলেন, লিপন বকস সিটি কর্পোরেশন ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে বন্যা, করোনা সহ দুর্যোগের সময় সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন তা মহতি ও প্রশংসনীয় কাজ।

বক্তারা আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে লিপন বকসের ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ২৬নং ওয়ার্ডের ভোটারদের প্রতি আহবান জানান।

ফেসবুকে সিলেটের দিনকাল