১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ডেস্ক :: গুলি, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। এর আগে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এছাড়া উপজেলার শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দু’পক্ষের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, উপজেলার যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের চার নম্বর বুথের সব ভোটারদের সকাল ৯টার আগে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত আবুল বাশারের বাবা আবদুল আজিজ অভিযোগ করেন, ভোট শুরুর আগে তার ছেলে ভোটকেন্দ্রে যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের (ফুটবল মার্কা) সমর্থকরা অপর মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।.যশপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বিজয় কুমার দাস বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি। বাইরে হলে হতে পারে। কেন্দ্রের ভেতরে খুব সুন্দর ভাবে ভোট হচ্ছে।
শুভপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার গণমাধ্যমকে বলেন, নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। যদি কোনো অনিয়মের খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D