১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক মামলায় গ্রেপ্তারকৃত ৫ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ভোলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফ মোহাম্মদ সানাউল হক আদেশ দেন।
কোর্ট ও বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়, আইসিটি আইনে দায়ের করা মামলায় মূল অভিযুক্ত বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, ইমন শরিফ ও সাকিলকে সকালে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাইমেনুল শাওন। তিনি তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার বাদি বোরহানউদ্দিন থানার এসআই দেলোয়ার হোসেন।
এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আটককৃত আসামি আরিফ ও সজিবকেও আজ এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মোহাম্মদ সানাউল হক-এর আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকেও ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এসআই আবিদ হোসেন বাদি হয়ে ৪-৫ হাজার মানুষকে আসামি করে এই মামলাটি করেন।
ভোলার কোর্ট পরিদর্শক রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, বোরহানউদ্দিন থানার আইসিটি মামলায় বিপ্লবসহ ৩ জনকে আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এতে মূল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ভোলার বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ইতিমধ্যে আসামিদের ৩ দিন করে রিমান্ডের আদেশ পেয়েছি। ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করার চেষ্টা করছি। আশা করছি, সকল আপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করতে পারবো।
ডেস্ক রিপোর্ট
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D