১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত নগরীর মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় অনার্স ১ম বর্ষের ছাত্রীদের মৌখিক পরীক্ষা ও দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক পার্থ সারথী নাগ। অনার্স ১ম বর্ষের ছাত্রী শান্তা দেবের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট ও প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, প্রভাষক সৈয়দা ফাতেমা সুলতানা। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তানজিহা নিশাত, রাছনা আক্তার রুহি ও সামিরা নাজরাত প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান যুগের সবচেয়ে যুগোপযুগি ও অত্যন্ত চাহিদা সম্পন্ন বিভাগ হল ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ। আমাদের কলেজে এই বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে আমি ও আমার সহকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা সফলভাবে শিক্ষার্থীদের নিয়ে ‘ভাষা আন্দোলন হইতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছি। আজ আমরা অনার্স ১ম বর্ষের মৌখিক পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি যাতে করে শিক্ষার্থীরা তাদের অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে পারে। আগামীতেও এরই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D