মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে আজ দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ আলহাজ্ব মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিল সচিব সহকারী অধ্যাপক বদরুল আলম খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সুপর্ণা রায়, সহকারী অধ্যাপক কৃষ্ণ পদ সূত্রধর, সহকারী অধ্যাপক এনামূল হক চৌধুরী, সহকারী অধ্যাপক শেখ মোঃ মাহমুদ উল্লাহ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাকিয়া খান, সহকারী অধ্যাপক সালমা বেগম, প্রভাষক আজির উদ্দিন, প্রভাষক মোছা: শাহানা বেগম, প্রভাষক শাহানা বেগম, প্রভাষক তাহেরা বেগম, প্রভাষক সামিরা আক্তার, প্রভাষক এনামল হক চৌ, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, প্রভাষক ফজলে রাব্বি চৌধুরী, প্রভাষক সামিয়া সুলতানা চৌধুরী, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক সামিয়া শাহরিন, প্রদর্শক মনি মাধব গোস্বামী, মেহজাবিন আহমদ, সহকারী লাইব্রেরীয়ান ফারহানা রহমান প্রমূখ।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাদের পরাজয় মেনে নিতে না পেরে বাঙালী জাতিকে মেধাশূণ্য করার জন্য এদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। যা এই ক্ষতি অপূরনীয়। তবুও বাঙালী জাতি বীরের বেশে পৃথিবীর বুকে মাথা উচু করে আজো টিকে আছে। আজকের এই দিনে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল