‘মতিন চৌধুরী ছিলেন ক্ষণজন্মা এক স্বাধীনতা সংগ্রামী’

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

‘মতিন চৌধুরী ছিলেন ক্ষণজন্মা এক স্বাধীনতা সংগ্রামী’

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ কালীন একমাত্র হস্ত লিখিত পত্রিকা সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল মতিন চৌধুরীর স্মৃতি ভাস্বর সাহিত্যিক আব্দুল মতিন চৌধুরী ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি ও সার্টিফিকেট প্রদান অনুষ্টান সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল-মামুন এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের শিক্ষার্থী মামুনের কন্ঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক তরুণ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডি.এম. হাইস্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালানা কমিটির চেয়ারম্যান জিয়াউল বারী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক আব্দুল মতিন চৌধুরী ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সভাপতি শামীম আহমদ চৌধুরী, ‘হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, সার্বিক সহযোগীতায় ছিলেন জাব্বির আহমদ চৌধুরী-সাধারণ সম্পাদক, সাত্যিক আব্দুল মতিন চৌধুরী ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল