মদন মোহন কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

মদন মোহন কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিলেটের দিনকাল ডেস্ক:
সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ সর্বানী অর্জুনের সাথে কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার সকালে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান। তিনি তাদের ক্যাম্পাসে গঠনমূলক রাজনীতি করার আহবান জানান। কমিটির নেতৃবৃন্দ অধ্যক্ষের কাছে ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পরে তারা কলেজের শিক্ষক, কর্মচারী কর্মকর্তাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমেদ মোক্তার, সদস্য সচিব মকসুদুল করিম, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সাহান আল মাহমুদ খান, লিমন আহমদ, ইব্রাহিম খলিল, কামরান উদ্দিন অপু, ফজলে রাব্বী, মাসুদুর রহমান মাসুদ, নাজিব আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ফরহাদ আহমদ রাজা, ইমামুল হক হোসেন, মো. সুহেল আহমদ, বেলাল আহমেদ। সদস্যরা হলেন- নোবেল হোসেন ছাইম, ফেরদৌস আহমদ, মো. রায়হান আহমেদ, আব্দুল খালিক, জিবরান আহমদ,শাহ ওলিদ, ফাহিম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল