মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে নবাগত শিক্ষার্থী স্বাগত জানালো ছাত্রদল

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৭

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে নবাগত শিক্ষার্থী স্বাগত জানালো ছাত্রদল

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যাতিক্রমী আয়োজন। কলেজ ছাত্রদলের উদ্যোগে তিন বিভাগের শিক্ষার্থীদের পৃথক পৃথক ভাবে মেধাবী শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকা তলে সমবেত হওয়ার উধার্ত আহবান জানান।
পৃথক পৃথক স্বাগত সভা মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আবুল হোসেন’র সভাপতিত্বে ও ওমর ফারুক সোহাগ এবং এস এম জুবায়ের’ যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ছাত্রদলের ইতিহাস ঐহিজ্য. বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিশন-২০৩০’ এবং আগামী দিনের ছাত্র রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা হাসান আহমদ মিরাশ, ফাহিম আহমদ, হিমেল আহমদ, সন্তোষ সেনাপতি, ফাহাদ আহমদ, সারওয়ার হুসেন উজ্জ্বল, জাহাঙ্গীর আলম, রাকিব আহমদ, জিলাল আহমদ, আরিফ হাসান জাহিদ, আবু বক্কার, সালমান আহমদ, ফাহিম উদ্দিন, আব্দুল্লাহ, সুমন মিয়া, ডেভিড শুভ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল