মধ্যনগরে সব চেয়ে বড় ইয়াবার চালান আটক! আটক ০১

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ৫, ২০২২

মধ্যনগরে সব চেয়ে বড় ইয়াবার চালান আটক! আটক ০১

সিলনিউজ বিডি ডেস্ক :: সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের দিক নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে এবার সব চেয়ে বড় ইয়াবার চালান আটক করা হয়েছে। জানা যায় মধ্যনগর থানায় প্রথমবারের মতো এবার এতবড় ইয়াবার চালান আটক করা হল। এই চালানের সাথে জড়িত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ চালানে প্রায় দের হাজার পিচ ইয়াবা ট্যাবলেট রয়েছে।যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৯২হাজার৭শত টাকা।
আজ বুধবার বিকেলে ওসি জাহিদুল হক’র নির্দেশনায় এসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত সাউদপাড়া কাঁচা রাস্তার উপর হতে এ চালানটি আটক করেন। এ চালানের সাথে জড়িত উত্তর বংশীকুন্ডা ইউপির গোলগাঁও গ্রামের আকবর আলী’র পুত্র মোঃআব্দুস সত্তারকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃজাহিদুল হক নাজমূল জানান মধ্যনগরের ইতিহাসে এই প্রথম মাদক কারবারী সহ এতবড় ইয়াবা ট্যাবলেটের চালান আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।