১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়: বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন
অনলাইন ডেস্ক
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতার সকল দুর্যোগে বঙ্গমাতা সাহসী ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন জাতির পিতার সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী। সারাদেশেই আজ শ্রদ্ধার সহিত মহীয়সী এই নারীর অবদানকে স্মরণ করা হচ্ছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচ তলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ৮ আগস্ট মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা যখন কারাগারে ছিলেন তখন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহীয়সী এই নারীর অবদান সমগ্র বাঙালি জাতি কখনো ভুলবে না। তিনি জাতির পিতা, বঙ্গমাতা সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মওলানা হোসাইন আহমদ। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। ৭ আগস্ট গুলশান গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম সহ মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মোঃ সানাওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাঃ আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ মুফতি আব্দুল খাবির, সালউদ্দিন বক্স সালাই, সাজোয়ান আহমদ, দিলোয়ার হোসেন রাজা, আব্দুস সালাম সাহেদ, মোঃ ছয়েফ খাঁন, সাধারণ সম্পাদবৃন্দ সৈয়দ আনোয়ারুস সাদাত, এডভোকেট মোস্তফা দিলোয়ার আজহার, মোঃ বদরুল ইসলাম বদরু, রুমেল আহমদ রুমিন, মইনুল ইসলাম মঈন, আনোয়ার হোসেন আনার সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D