মহড়ার পর তীব্র শীতে শুটিং

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

মহড়ার পর তীব্র শীতে শুটিং

বিনোদন ডেস্কঃঃ  দেশজুড়েই চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতের মধ্যেই শুরু হলো নতুন সিনেমার শুটিং। আজ সুন্দরবনের গহীন বনে তারকাবহুল টিম নিয়ে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শুরু করেছেন নির্মাতা দীপঙ্কর দীপন। তবে এর আগে কলাকুশলীরা মহড়ায় অংশ নেন। ‘অপারেশন সুন্দরবন’-এ র‌্যাব কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ, রোশান ও সিয়াম। আরো অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও তাসকিন। এরই মধ্যে গাজীপুর র‌্যাব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন তারা। নির্মাতা দীপংকর দীপন জানান, আমরা ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শুরু করেছি।

শুটিংয়ে বিভিন্ন চরিত্রে আরো সারপ্রাইজিং কাস্ট যুক্ত হবে। তিনি আরো জানান, দীর্ঘ আঠারো মাস আমি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে কাজ করেছি। গবেষণা করেছি ছবিটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা অ্যাঙ্গেল যুক্ত হবে ছবিতে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেলসহ অনেকে কিছু থাকবে এ ছবিতে। ‘ঢাকা অ্যাটাক’ ছবিটিও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরী করেছিলাম। সেই উদ্দেশ্যের পাশাপাশি আমরা দর্শককে বিনোদিত করারও আপ্রাণ চেষ্টা করেছিলাম।

যার ফলাফল হিসেবে আমরা দর্শকের অফুরান ভালোবাসা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। চৌকস র‌্যাব কর্মকর্তার চরিত্রে অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, অভিযানের আগের প্রস্তুতি হিসেবে মহড়াতে অংশ নিয়েছি আমরা। কোথাও  কোনো বড় ধরনের ঘটনা ঘটলে কীভাবে তদন্ত হবে, রেকি করার কৌশল আয়ত্তে আনতেই প্রশিক্ষণ নিচ্ছি। আমাদের সংলাপ, চরিত্রের মুড কেমন হবে, তা অনুশীলন করা হচ্ছে। র‌্যাবের কর্মকর্তারা প্রশিক্ষণ দিচ্ছেন। অপারেশন সুন্দরবন-এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ-দৌলা ও দীপংকর দীপন। প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

কাজল/২০/১২/২০১৯