১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০
আতিকুর রহমান নগরী
আজ ১২ রমজান ১৪৪০ হিজরী। আজ মাগফিরাত দশকের দ্বিতীয় দিন। রমজানকে তিনভাগে বিভক্ত করার দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা তাঁর গাফ্ফার সিফাত প্রকাশের মধ্যদিয়ে অসংখ্য-অগনিত পাপী বান্দাদের সকল পাপ মুছন করে দিয়ে তাদেরকে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করাবেন। ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রমজানুল মোবারককে স্পেশাল নেয়ামত আর সুবর্ণ সুযোগ হিসেবে দান করেছেন। এমাসেই আমরা ক্ষমা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে নতুবা আমার জন্য রমজান মাসে সিয়াম-সাধনা করা ব্যর্থ হয়ে যাবে।
মহান প্রভূর ক্ষমা প্রাপ্তির জন্য আমাদের যারপর নাই মেহনত তথা পরিশ্রম করতে করতে হবে। পবিত্র রমজান মাসে সমাজের অনেক প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষকে ফরয রোযা ত্যাগ করে দিনদুপুরে আহার করতে দেখা যায়। বিশেষত যুবক ও শ্রমিক শ্রেণীর মাঝে এ প্রবণতা বেশি। আর শহুরে পরিবেশে বেড়ে উঠা অনেক কিশোর কিশোরীদেরও অতি আদর করে রোযা রাখতে মা বাবা বারণ করেন এই অজুহাতে যে তাদের কষ্ট হবে। এর দায় দায়িত্ব ঐ সব মা বাবাকেই গ্রহণ করতে হবে। না বালিক অবস্থায়ই সন্তানদেরকে নামায-রোযার তালিম দেয়া এবং অভ্যস্ত করে গড়ে তোলা পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য । হাদিস শরিফে উল্লেখ আছে যে, সাত বছর বয়সে সন্তানদের সালাত আদায়ের নির্দেশ করো, দশ বছর বয়স হলে নামাজ পরিত্যাগ করার জন্য বেত্রাঘাত করো।
রোযার ক্ষেত্রে কিশোর কিশোরীদের অবশ্যই রোযার অভ্যাস গড়ে তুলতে হবে। সূর্য যখন পশ্চিমাকাশে অস্তমিত হবে মাগফিরাতের দ্বিতীয় দিন আমাদের কাছ থেকে বিদায় নেবে। আল্লাহর খুশির জন্য যা দান করা হয়, তা খরচ হয়না, তা আল্লাহর কাছে জমা থাকে। তা বহুগুণ বৃদ্ধি হয়ে দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণের পথ সুগম করে দেয়। হাদীস শরীফে এসেছে মহানবী সা. বলেন, যে, রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশদিন রহমতের, দ্বিতীয় দশদিন মাগফিরাতের, এবং তৃতীয় দশদিন নাযাত তথা জাহাান্নামের আগুন থেকে মুক্তির। এই হাদীস দ্বারা উপলব্ধি করা গেল যে, রমযানের মধ্যবর্তী দশদিন আল্লাহর মাগফিরাতের বদৌলত ভরপুর হওয়ার দিন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D