১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ মাহে রমজানুল মোবারকের ১১তম দিবস। মহানবী হযরত মুহাম্মদ (স.) এ বরকতময় মাসকে তিন ভাগে ভাগ করেছেন।
১ম ভাগ আল্লাহ সুবহানাহু তায়ালার অবারিত রহমতে সন্তরণ করার। ২য় ভাগ করুণাময় খোদা তায়ালার দরবারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনার। আর সমাপনী দশক অগণিত পাপী তাপীদের মাহে রমজানের ওয়াসিলা ও বরকতে জাহান্নাম থেকে মুক্তির। আমরা আজ ২য় দশকের শুরুতে। খোদা তায়ালার কাছে নিজেদের পাপ তাপের ক্ষমাপ্রার্থী হয়ে ইবাদত বন্দেগীরত।
আল্লাহ তায়ালা বলেছেন তোমরা আমাকে ডাক; আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল কুরআনে আরও বলা হয়েছে আল্লাহ পাকের রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। তোমরা সেসব নাম ধরে তাকে ডাক। তাঁর কাছে চাও…।
আজ আমরা আল্লাহ পাকের কয়েকটি সুন্দর সুন্দর নামের স্মরণ করব এবং এ দশকে সেসব নামগুলো ধরে তাঁর কাছে পানাহ চাইব, অনুধাবন করব এসব নামের মাহাত্ম্য। এসব নামের মাহাত্ম্য অনুধাবনের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে বহু সংশোধনও নিহিত রয়েছে। আল্লাহর এক নাম হচ্ছে ক্বাভি (শক্তিশালী), কাহ্হার (পরাক্রমশীল), কাবির শ্রেষ্ঠ ও জাব্বার (অতি শক্তিশালী) সমগ্র সৃষ্টি তাঁর শক্তি ও বিজয়ের অধীন।
আল্লাহই সর্বশ্রেষ্ঠ, সকল শক্তিশালী থেকেও শক্তিশালী। তিনি হচ্ছেন পবিত্র। দুনিয়ার কোন শক্তিই চিরস্থায়ী নয়, কোন শক্তিধর চিরঞ্জীব নয়, একমাত্র আল্লাহপাকের শক্তি ছাড়া। কিন্তু বিশ্বের দাম্ভিক শক্তিধরগণ তা সহজে মেনে নিতে চায় না। অবশ্য তারা এক পর্যায়ে ফানুসের মতো চুপসে যায় এবং নিক্ষিপ্ত হয় ঘৃনার আস্তাকুঁড়ে। যেমন : ফিরাউন নমরুদ কারুনরা আজ কোথায়?
বিশ্বের যে কোন স্থানে যে কোন কালে অত্যাচারিত ও নিপীড়িত সবার চোখ একটি স্থানে স্থির রাখা (আশায় থাকা) উচিত। আর তা হলো আল্লাহ তায়ালার অপার মহিমার স্থল। কারণ আল্লাহ মাজলুম নারী-পুরুষ ও শিশুর কান্নায় অবশ্যই বিগলিত হন।
আল্লাহর আরেক নাম রাজ্জাক (রিজিক দাতা)। আল্লাহ যাকে যে রিজিক দান করেছেন, তা বন্ধ করার জন্য যদি সমগ্র সৃষ্টি, জিন ও মানুষ একত্রিত হয়, তবুও তারা তাতে সক্ষম হবে না, কখনও না। আল্লাহ যা দেন তা কেউ বন্ধ করতে পারে না এবং তিনি যা নিষেধ করেন তা কেউ দিতে পারে না।
তাঁর অন্য নাম গফুর (ক্ষমাশীল)। গুনাহ যত বড়ই হোক তিনি ক্ষমা করবেন এবং দোষ যত বেশিই হোক তিনি গোপন রাখবেন। সূরা নজমে বলা হয়েছে, ‘নিশ্চয় আপনার পালন কর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি হচ্ছেন হাকিম (সু-বিচারক, প্রজ্ঞাময়) ও আলিম (সর্বজ্ঞাত) তাঁর বিধান ও শক্তিতে তিনি বিচক্ষণ। কোন কিছু তিনি বৃথা সৃষ্টি করেননি এবং তাঁর সৃষ্টিকে বৃথা দেননি। কোন কিছু অনর্থক ও খেলা স্বরূপ সৃষ্টি করেননি। তিনি তাঁর সৃষ্টি ও তাদের মঙ্গল সম্বন্ধে জ্ঞাত।
হাদিস শরীফে আল্লাহ পাকের এ ধরনের প্রাণ সঞ্জীবনী ৯৯টি নাম রয়েছে। এগুলো উচ্চারণ করাও ইবাদত। এগুলোর অর্থ অনুধাবন করলে জীবনে ঈমানী শক্তি তাজাপোক্ত হয়। আল্লাহ তাঁর অফুরন্ত করুণায় বান্দার ইহপরকালকে সুশোভিত করেন। এসব নামের জিগিরের বদৌলতেই আদম (আঃ) এর গুনাহ মাফ হয়েছিল, ইব্রাহীম (আঃ) এর অগ্নিকুন্ড হয়েছিল ফুলের বাগান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D