১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৫
মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তিতে এমজাস সিলেটের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন এর প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উপলক্ষে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মাছরাঙা টেলিভিশনের সিলেট কার্যালয়ের উদ্যোগে ইমজা হলরুমে আয়োজিত ১৪বছর পূর্তি অনুষ্ঠানে এমজাস-এর যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম টেলিভিশনটির সিলেট প্রতিনিধি শুভ্র দাস রাজন’র হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন এমজাস এর সদস্য নাজমুল কবির পাভেল, শাকিলা ববি, বিপলু আহমদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম জগতে মাছরাঙা টেলিভিশন সবসময়ই একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব সংবাদমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে এই চ্যানেলটি যেমন জনগণের আস্থা অর্জন করেছে, তেমনি গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও জনকল্যাণমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই এটি সংবাদ, নাটক, বিনোদন ও বিশেষ প্রতিবেদনসহ বিভিন্ন মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকমনে জায়গা করে নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D