১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, মাছের বংশ রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। মাছ মানুষের আমিষের চাহিদা পূরণ করে। দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা স্বাবলম্বী হয়েছেন। তিনি কারেন্ট জাল ও পোন মাছ নিধন থেকে সকলকে বিরত থাকার জন্য আহবান জানান।
ঊর্মি রায় গতকাল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগানকে সামনে রেখে ১৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মৎস্য অফিসর সুনন্দা রাণী মোদক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মন্তাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা দিপংকর সূত্রধর, কৃষি সম্প্রসার কর্মকর্তা মনোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার আমিনুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মৎস্য চাষী নারী উদ্যোক্তা শিল্পী বেগম, মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম উদ্দিন, সাইফুদ্দিন আল ফারুখ মিঠু, ফিডস ব্যবসায়ী মাযহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের সানি ইমাম আব্দুল বাছিত সেলিম ও পবিত্র গীতিা পাঠ করেন ডাঃ প্লাবন পাল।
শেষ মৎস্য চাষী নারী উদ্যোক্ত শিল্পী বেগম ও ফিডস ব্যবসায়ী মোঃ মাযহারুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
এর আগে মৎস্য সপ্তাহের উদ্বোধনে শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মাছের পোণা অবমুক্ত করা হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D