মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরামের যাত্রা শুরু

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট জাতীয়তাবাদী  ছাত্র ফোরামের যাত্রা শুরু
মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট জাতীয়তাবাদী  ছাত্র ফোরাম এর কার্যক্রম শুরু। শুক্রবার হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আংশিক পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তন কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দলের নির্যাতিত ও গুম নেতা কর্মীদের সন্ধান কামনায় দোয়া করা হয়। এসময় গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং বেগম জিয়ার মুক্তির জন্য ঈমানদারিত্বের সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা।
মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন- সিলেট জাতীয়তাবাদী  ছাত্র ফোরাম এর সভাপতি এম. আব্দুল জলিল সাবের, সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, সহ-সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ শামিম, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ তামভির, দপ্তর সম্পাদক বদরুল আলম, সহ-প্রচার সম্পাদক শামছুজ্জামান, অর্থ সম্পাদক গুলজার আহমদ ইমন, ক্রীড়া সম্পাদক রেজওয়ান আহমদ রিমাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুহিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাশকুর আলম, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, সমুজ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল