মাঠে আফ্রিদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন হারিস রউফ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

মাঠে আফ্রিদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক ::
রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি। সেসব ছবিতে দেখা গেছে, ব্যাটসম্যান শহীদ আফ্রিদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন তরুণ পাক পেসার হারিস রউফ।

নেটদুনিয়ায় ভাইরাল সেই দৃশ্য দেখে অনেকে অবাক হয়েছেন, এর কারণ অনুসন্ধান করছেন।

মূলত ঘটনাটি রোববার রাতে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের। যেখানে মুলতান সুলতানসকে ২৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

সে ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাট হাতে কিছুই করতে পারেননি বুমবুম আফ্রিদি।

এদিন মাঠে নেমে প্রথম বলেই তরুণ পেসার হারিস রউফের প্রথম বল মোকাবেলা করতে গিয়ে সরাসরি বোল্ড হন আফ্রিদি। উইকেট পেয়ে প্রথমে আনন্দে ভাসলেও পরক্ষণেই এমন আউট করে দেয়ার জন্য আফ্রিদির কাছে ক্ষমা চান হারিস।

বিষয়টিকে স্বদেশি জীবন্ত কিংবদন্তির প্রতি এই পাক পেসারের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ক্রীড়ামোদীরা।

 

LALA I’M SORRY ???#HBLPSLV #PhirSeTayyarHain #MSvLQ pic.twitter.com/QoMJG5Lhht
— PakistanSuperLeague (@thePSLt20) November 15, 2020

রোববারের ওই ম্যাচে শূন্যরানে ফিরলেও বল হাতে দুর্দান্ত ছিলেন আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৮ দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট।

তবে আফ্রিদির এমন প্রতিরোধও লাহোর কালান্দার্সের বড় সংগ্রহে বাধা হতে পারেনি। শুরুতে দুর্দান্ত সূচনা এনে দেন তামিম ইকবাল। ৫টি চারের মারে ২০ বলে ৩০ রান করেন তিনি। পরে ওপেনার ফখর জামানের ৪৬ রান ও ডেভিড ওয়াইজের ২১ বলে ৪৮ রানের সাইক্লোন ইনিংসে ভর করে ১৮২ রান তোলে লাহোর।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও লাহোরের বোলারদের তোপে ১৫৭ রানে থেমে যায় মুলতানের ইনিংস।

ফলে ২৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফ্রিদির মুলতান সুলতানস।

তথ্যসূত্র, ক্রিক ট্র্যাকার্স, টুইটার

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল