মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বড়ইউরি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোহাগ মিয়া, রাজু আহমেদ, রাজন আলী, আসকর মিয়া, নজরুল ইসলাম, নাঈম মিয়া, আছকির আলী, লিপু মিয়া, দুদু মিয়া, হেলাল আহমেদসহ ২০ জন।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিৎ কুমার জানান, স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়ইউরি গ্রামের ছগির আলীর ছেলে হাবিব মিয়া ও সাবেক ইউপি সদস্য মজিদ মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে দশ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল