সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
ক্রীড়া ডেস্ক: বিসিবি প্রেসিডেন্টস কাপের ব্যানারে দীর্ঘ ৭ মাস পর মাঠে খেলতে নেমেছেন দেশের ক্রিকেটাররা। এতোদিনের বিরতিতে ব্যাটিংয়ে জড়তাটা একেবারে পরিষ্কার হয়ে উঠলো ১ম ম্যাচের ১ম ইনিংসেই। নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে গেছে মাহমুদুল্লাহ একাদশ।
মিরপুরের শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির বাধায় ম্যাচ শুরু হয় কিছুটা দেরিতে। দিবারাত্রির ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ একাদশের ২ ওপেনার লিটন দাস ও নাঈম শেখ শুভসূচনা এনে দিতে পারেননি। ৭ রান করে রানআউটের শিকার হয়ে ফেরেন নাঈম। ১৩ রান করে তাসকিনের শিকার লিটন দাসও। ওয়ানডাউনে নামা মুমিনুল হক ফেরেন রানের খাতা খোলার আগেই।
এরপর জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ মিলে দলের হাল ধরেন। ৪১ রান করেন ইমরুল। অন্যদিকে আসরের ১ম ফিফটি তুলে নেন অধিনায়ক রিয়াদ। ৮২ বলে ৫১ রান সংগ্রহ করেন অভিজ্ঞ অলরাউন্ডার।
এরপর সোহান (১৪), সাব্বির রহমান (২২) কেউই পারেননি দলের হাল ধরতে। ফলে ৪৭.৩ ওভারে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ একাদশ।
শান্ত একাদশের পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও মুকিদুল মুগ্ধ তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট। কোনো উইকেট পাননি লেগস্পিনার রিশাদ হোসেন।
জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে শান্ত একাদশ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি