১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের পূর্বসূরিরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে যখন মুক্তি দিতে পেরেছেন তাদের উত্তরাধিকারী হিসেবে আমরা সকল প্রতিকূলতা ভেঙে এগিয়ে যেতে পারবো।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত মাদক জঙ্গিবাদ সন্ত্রাস ও গুজব প্রতিরোধ বিষয়ক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর-রাজনগরের আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুল রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্য মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী ভূমিকা নিতে হলে শুধু সুদৃঢ় নেতৃত্ব থাকলে হবেনা তোমাদের মধ্য থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেমনটি ৭০, ৭১, ৭২ সালে আমাদের পূর্বপ্রজন্মের সাহসীরা ভূমিকা নিয়েছিলো। শত্রুদের নিধন করেছিলো শত্রুদের তাঁড়িয়ে দিয়েছিলো। সেইভাবে তোমাদের প্রজন্ম সামনে আসলে জঙ্গিবাদের মতো অপশক্তি ধ্বংস হবে।
এর আগে সকালে মন্ত্রী পৌরসভা হলরুমে পৌরসভা ও নগর সমন্বয় কমিটির সভায় যোগদান করেন। এবং বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রের অঙিনায় জ্যেষ্ঠ নাগরিকদের আড্ডা বিনোদন ও সময় কাটানোর জন্য মৌলভীবাজারে প্রথম প্রতিষ্ঠিত পার্ক ’প্রবীনাঙ্গণ’ উদ্বোধন করেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D