২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি মাদক মামলায় প্রায় ৫ মাস জেল খেটে বাড়ি ফিরেন তিনি। কিন্তুু তারপরও নিজেকে শোধরাতে পারেননি। নেশা যেন তার পিছু ছাড়ছে না। এলাকায় তাঁর বিভিন্ন অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সেই মাদকাসক্ত ব্যক্তির নাম উজ্বল মিয়া (২৭)। তার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। একাধিক মাদক মামলায় কারাবরণের পরও ফের একই অপরাধে তাকে যেতে হয়েছে জেলহাজতে।
সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক। জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা উজ্বল মিয়া দীর্ঘদিন থেকে এলাকায় প্রকাশ্য মদ্যপান করে মাতলামি করে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের যেন কোন শেষ নেই। উজ্বলের কারণে জুড়ীর কামিনীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীদের থাকতে হয় আতংকের মধ্যে। মাদকের টাকার জন্য সে ব্যবসায়ীদের দোকান থেকে অস্ত্র দেখিয়ে (ছুরি) চাঁদাদাবি ও মালামাল লুট করে নেয়। যার কারণে একাধিক মাদক মামলা ও অন্যান্য মামলায় তাকে যেতে হয়েছে জেলহাজতে। এছাড়া তার ভয়ে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরও থাকতে হয় আতংকে। সম্প্রতি ৫ মাস কারাবরণ করে আবারো মদ্যপান শুরু করে মাতলামি করতে থাকেন। ৯ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় তাঁর অপরাধ কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
এছাড়া ওই সভায় সিদ্ধান্ত হয় যে উপজেলায় কেউ প্রকাশ্য মদ্যপান করলে আইনী প্রদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীদের করা অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার কামিনীগঞ্জ বাজার এলাকায় থানা পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক। সেখানে তাকে মদ্যপ অবস্থায় হাতেনাতে পেয়ে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রত্যক্ষদর্শী পুলিশ, কয়েকজন গণমাধ্যমকর্মী ও কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ীর সামনে উজ্বল মিয়া উৎশৃঙ্খল আচরণ শুরু করে। সে প্রকাশ্যে হুমকি দিতে থাকে যারা তাকে ধরিয়ে দিয়েছেন তাদের সে জেল থেকে বের হয়ে দেখে নিবে। পরে ইউএনও অসীম চন্দ্র বণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার, তদন্ত (ওসি) আমিনুল ইসলাম, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, কামিনীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার বলেন, সোমবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং এর ৩৬ (৫) ধারায় তার বিরুদ্ধে এই সাজা ও জরিমানা আদায় করা হয়। মাদকসহ যে কোন অপরাধে কাউকে ছাড় দেয়া হবে না। বিশেষ করে মাদক নির্মূলে যা যা করার দরকার তা করা হবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D