২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
বিনোদন ডেস্কঃ মৌটুসী বিশ্বাস ছোট পর্দায় বেশকিছু ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। বড়দিন উপলক্ষে বিশেষ ডকুফিল্ম ‘যিশু এসেছিল, আসবেন’-এ মাদার ম্যারি চরিত্রে অভিনয় করেছেন তিনি। মৌটুসী বিশ্বাস বলেন, কাহিনীচিত্রের আদলে মহান যিশু খৃস্টের আগমন ও তার পুনঃ আগমনের বার্তাকে উপজিব্য করে নির্মিত হয়েছে এই ডকু ফিল্ম। এখানে তার জীবন ও আদর্শ-বাণী ফুটিয়ে তোলা হয়েছে। জেসাস ক্রাইস্ট এবং মাদার ম্যারি সম্পর্কে আমরা জানি একরকম কিন্তু অনেকভাবেই কল্পনা করা যায়। এই কল্পনার জায়গাটা প্রসারিত করে সুন্দর একটা ফিকশন তৈরি করা হয়েছে বড়দিন উপলক্ষে। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান নাসিম। আশা করি, দর্শকরা কাজটি পছন্দ করবেন।
৩৩ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে যিশু খৃস্টের চরিত্রটিতে অভিনয় করেছেন রুদ্র হক। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, এনামুল হক, জাভেদ ওমর, ভাবনা, আহসান হাবীব সুমন, শিমুল চৌধুরী, সজীব সরকার প্রমূখ। আগামীকাল বড়দিন উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভিতে বেলা ১১টা ১৫ মিনিটে প্রচার হবে এটি। মুক্তির অপেক্ষায় থাকা এ নির্মাতার ‘লিলিথ’ চলচ্চিত্রের নাম ভুমিকায় অভিনয় করা আয়শা এরিনকে এই কাহিনীচিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D