হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরের তুলশীপুর এলাকা থেকে ইয়াবাসহ আবুল কালাম (২৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের ছাবু মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে মাধবপুর-হরষপুর সড়কের তুলশিপুর জড়িফ হোসেন স্কুলের সামনে থেকে তাকে যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।