মাধবপুরে ট্রাক-সংবাদপত্রবাহী মাইক্রোর সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

মাধবপুরে ট্রাক-সংবাদপত্রবাহী মাইক্রোর সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. তোফাজ্জল আলী (৪৫)।

সোমবার (১৫জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল আলী সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত মজলিশ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসটি উল্লিখিত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক তোফাজ্জল আলী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

হবিগঞ্জ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল