মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা

 

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৪১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৯৭২টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক এ বাজেট ঘোষণা করেন।

এ উপলক্ষে মাধবপুর উপজেলার অফিসার্স ক্লাবের এক সংবাদ সম্মেলন করেন মেয়র।

এ সময় মাধবপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, কাউন্সিলর ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

বাজেটে রাজস্ব আয় ও প্রারম্ভীক জের ধরা হয়েছে ৫ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৯৭২টাকা। এবং রাজস্ব ব্যয় ও রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসাবে স্থানান্তর দেখানো হয়েছে ৫কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ২৪১টাকা।

এ সময় উপস্থিত ছিলেন- মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, পৌরসভার সচিব আমিনুল ইসলাম, সহকারি প্রকৌশলী সহিদুল ইসলাম প্রমূখ।

বাজেট এবার রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মান ও রক্ষণা বেক্ষণে ব্যপক গুরুত্ব দেওয়ার হয়েছে।

পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, এ বাজেট জনকল্যানের। আমি সকলের সহযোগিতায় মাধবপুর পৌরসভাকে দৃষ্টনন্দন করতে চাই। এ জন্য সকলেই সহযোগিতা করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল