মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের ব্যানার কি স্কুলের বোর্ডের উপর নির্ভর হতে হলো 

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের ব্যানার কি স্কুলের বোর্ডের উপর নির্ভর হতে হলো 

এতো বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি একটা ব্যানার করতে পারলেন না নাকি অন্য কিছু! যা লিখেছেন তা ও রীতিমত ফাইজলামি ও বটে? কার শোক দিবস? এই স্কুলের প্রধান শিক্ষক জনাব এখলাসে এলাহী সাহেব ও ম্যানেজিং কমিঠির সভাপতি জনাব সুলতান আহমদ সাহেব সহ সবাই নাকি জামাত/ বি.এন.পি ‘র অনুসারী! বিধায় খুব কষ্ট হচ্ছে শোক দিবস পালন করতে? যদি এত কষ্ট হচ্ছে তো চাকরী ছেড়ে দিয়ে ম্যাডাম খালেদার ভূয়া জন্মদিন বা সাঈদীর চাঁদে দেখা দিবস পালন করেন? দেখেন পারেন কিনা? জামাত/ বি.এন.পি কে খুশী করতে কি এই অবস্হা? বাংলাদেশের কোথাও জামাত/ বি.এন.পি ‘র নাম নেই সেখানে উনারা সরকারের দায়বদ্ধতায় থেকে কিভাবে দুঃসাহস করে? এমন কি এ স্কুলের প্রধান শিক্ষক নাকি প্রভাব খাঁটিয়ে ব্যাপক দূর্নীতি করে যাচ্ছেন? বিষয়টি খতিয়ে দেখার ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য মান্যবর উপজেলা নির্বাহী অফিসার জনাব তানিয়া সুলতানা মহোদয় ও উপজেলা মাধ্যমিক অফিসারেরর সদয় দৃষ্টি কামনা করছি।

বিশেষ প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল