সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড জুটি ছিল বিখ্যাত সহোদর স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহর।
১৯৯০-৯১ মৌসুমে নর্থ সাউথ ওয়েলসের হয়ে পঞ্চম উইকেট জুটিতে ৪৬৪ রান করেছিলেন এ জুটি। সেদিন মার্ক ২২৯ ও স্টিভ ২১৬ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেছিলেন।
১৯৮৭ সালে ডেভিড হুকস ও ওয়েন ফিলিপসের নটআউট ৪৬২ রানের জুটিকে পেছনে ফেলেছিলেন ওয়াহ ভাইরা।
৩০ বছর পর সেই রেকর্ডকে টেনে দ্বিতীয়তে নামিয়ে আনলেন ভিক্টোরিয়া দলের দুই ওপেনার উইল পুকোভস্কি ও মার্কাস হ্যারিস।
রোববার শেফিল্ড শিল্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যারিস ও পুকোভস্কি মিলে গড়লেন ৪৮৬ রানের রেকর্ড জুটি।
মার্ক-স্টিভের রেকর্ড ভেঙে উদ্বোধনী জুটিতে ৫০০ রানের মাইলফলকের দিকেই যাচ্ছিলেন হ্যারিস-পুকোভস্কি।
তবে তা হতে দেননি সাউথ অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন আগার।
ইনিংসের ১২৪তম ওভারে ৪৮৬ রানের মাথায় হ্যারিসকে সাজঘরে ফেরান আগার। আউট হওয়ার আগে ৩৯৯ বলে ২৭ চার ও ১ ছয়ের মারে ২৩৯ রান করেন ২৮ বছর বয়সী হ্যারিস।
তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পুকোভস্কি। ডাবল সেঞ্চুরির পর ক্যারিয়ার সর্বোচ্চ ২৫৫ রান করেন তিনি।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি