মার্চে ঢাকায় আসছেন ধোনি-কোহলিরা!

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

মার্চে ঢাকায় আসছেন ধোনি-কোহলিরা!

মাত্রই শেষ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের এওয়ে সিরিজ। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে সহসাই বাংলাদেশে খেলতে আসছে না ভারত। তবে আসছে বছর মার্চেই মিরপুরে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের!

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। ফের কবে ফিরবেন, সে সম্পর্কেও বলা যাচ্ছে না কিছুই। সুত্রের খবর অনুযায়ী, আইপিএলের ঠিক আগেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ধোনি৷

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের মার্চে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ভেতর দু’টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচ দু’টি হবে যথাক্রমে ১৮ ও ২১ মার্চ। এরইমধ্যে ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে আইসিসি।

এশিয়া একাদশের দলে প্রথম সারির সাতজন ভারতীয় ক্রিকেটারদের চাইছে বিসিবি। এ নিয়ে বিসিসিআই-এর কাছে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধোনি ছাড়াও এশিয়া একাদশের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজাকে চেয়েছে বিসিবি।

সব ঠিক থাকলে মার্চে এশিয়া একাদশের জার্সি গায়ে ঢাকা মাতাতে পারেন ধোনি-কোহলি সহ আরো অনেকেই।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল