১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬
১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: ঘরের মাঠে যেকোনো প্রতিপক্ষের জন্য বাংলাদেশ বিপদজনক দল। গত এক-দেড় বছর বিশেষ করে ওয়ানডেতে ধারাবাহিকতার প্রমাণ রেখেছে টাইগাররা। তবে মাশরাফিদের এবার পরীক্ষা দিতে হবে দেশের বাইরে। কেননা চলতি বছরের ডিসেম্বর থেকে দেশের বাইরেই টানা সিরিজে ব্যস্ত হয়ে পড়বে দলটি। যার চ্যালেঞ্জের শুরুটা হবে নিউজিল্যান্ড সফর দিয়ে। এটা মানছেন টাইগার রঙিন পোশাকের অধিনায়কও।
চলতি বছরের ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সফর। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সাকিব-তামিমরা।
এসব সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। তবে এটা নিয়ে কোনো আক্ষেপ নেই মাশরাফির। নিজেদের পারফম্যন্সে খুশি তিনি। সামনে নিউজিল্যান্ড সফর, এখন থেকে ঐ সিরিজ নিয়ে ভাববেন ম্যাশ।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার পর বুধবার সংবাদ সম্মেলনে চট্টগ্রামে এ নিয়ে মাশরাফি বললেন, ‘আমাদের আসল চ্যালেঞ্জ নিউজিল্যান্ড থেকেই শুরু হবে। দেশে সবমিলিয়ে আমরা প্রায় ৯০ ভাগ সফল। বুধবার ম্যাচ জিতলে শতভাগ হত। অন্তত ৯০ ভাগ ম্যাচে জিতেছি আমরা দেশে। আমাদের এখন ভিন্ন চ্যালেঞ্জ আসছে। বেশিরভাগ খেলাই এখন বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে।’
তিনি আরো বললেন, ‘সামনে বেশ কয়েকটি সিরিজ রয়েছে আমাদের। সবগুলো নিয়ে এখন ভাবতে গেলে ক্লান্ত হয়ে পড়ব আমরা। তাই আপাতত নিউজিল্যান্ড সফর নিয়েই চিন্তা করব আমরা।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার কষ্টটা দ্রুত ভুলতে চাইবে বাংলাদেশ। কেননা আগামী ২০ অক্টোবর থেকে সফরকারীদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠের লড়াইয়ে নামতে হবে মুশফিকদের। সিরিজের বাকি টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D