২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিটা যে এবার নতুন পদ্ধতিতে হতে যাচ্ছে, গত জানুয়ারিতেই সেটি জানা গিয়েছিল। কাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হয়েছে নতুন কেন্দ্রীয় চুক্তি। নতুন চুক্তি করা হয়েছে সাদা ও লাল বলের ম্যাচের ভিত্তিতে। তবে কোনো ধরনের চুক্তিতেই নেই মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
মাশরাফি বিন মুর্তজা আগেই বিসিবির চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকেও রাখা হয়নি নতুন এ চুক্তিতে। এ ছাড়া গত তিন সিরিজেই দলের নিয়মিত তিন মুখকে রাখা হয়নি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। সাদা বলেই আপাতত দলে জায়গা পাওয়া আল আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে এই তালিকায় আছেন সৌম্য সরকারও।
যারা তিন সংস্করণেই খেলবেন, তাঁরা আছেন দুই বলের চুক্তিতেই। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের ৭ জন থাকছেন দুই বলের চুক্তিতে। এঁরা হচ্ছেন তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। শুধু লাল বলের চুক্তিতে মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী ও এবাদত হোসেন। আর শুধু সাদা বলের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম।
গত দুই বছরে দলের সঙ্গে যুক্ত থেকেও চুক্তিতে স্থান না পাওয়াদের মধ্যে শুরুতে বলা পাঁচজন ছাড়াও আছেন ইমরুল কায়েস, আবু হায়দার, খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম। সাদা ও লাল বল মিলিয়ে চারটি শ্রেণিতে চুক্তিবদ্ধ হবেন ক্রিকেটারদের। তবে কে কোন শ্রেণিতে এবং কার বেতন কত, সেটি এখনো জানায়নি বিসিবি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D