মাসুকগঞ্জ বাজারে জুবায়ের চৌধুরীর খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

মাসুকগঞ্জ বাজারে জুবায়ের চৌধুরীর খাদ্য সহায়তা বিতরণ

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী সিলেটে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন।

তিনি শনিবার দুপুর থেকে সিলেট শহরতলির মাসুক বাজারে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি ওই কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম, সমাজসেবি গৌসুল হোসেন চৌধুরী, আমিন উদ্দিন প্রমুখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২১ কেজি ওজনের প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, ছোলা, পিঁয়াজ, লবন ইত্যাদি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল