মাহিরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে ২০১৯-২০ সেশন শিক্ষার্থীদের বিবৃতি

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

মাহিরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে ২০১৯-২০ সেশন শিক্ষার্থীদের বিবৃতি

শাবি প্রতিনিধি
আওয়ামীলীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কটূক্তি করে স্ট্যাটাস’দেয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)মাহির নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ মামলার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা।
রবিবার (২২ জুন) বিকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাহির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের (সেশন ২০১৬-১৭) শিক্ষার্থী। তিনি নিজের ফেসবুক ওয়ালে প্রয়াত নেতা নাসিমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। পরে মাহির নিজের ওয়াল থেকে স্ট্যাটাস ডিলিট করে দিয়ে ফেইসবুক লাইভে এসে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। তাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মাহিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তাই আমরা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা এই অযোক্তিক মামলার প্রতিবাদ জানিয়ে তা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল