মুসলিম নিধনের প্রতিবাদে বৃহত্তর খালোরমুখ ও নৈখাইবাসীর মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

মুসলিম নিধনের প্রতিবাদে বৃহত্তর খালোরমুখ ও নৈখাইবাসীর মিছিল-সমাবেশ

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন ও হত্যার প্রতিবাদে সিলেটে বৃহত্তর খালোরমুখ বাজার ও নৈখাই গ্রামবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বার্মায় মুসলিম নিধন বন্ধে বাংলাদেশের রাষ্ট্রীয় উদ্যোগ চাই শ্লোগানে দক্ষিণ সুরমার খালোরমুখ বাজারে ২৯ নভেম্বর মঙ্গলবার বিকালে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মো. আনা মিয়ার সভাপতিত্বে ও রুহুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন নৈখাই বাসট্যান্ড মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল লতিফ, মাওলানা ফয়েজ আহমদ তুরকখলী, মো. বেলাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ফয়সল আহমদ, সাবেক মেম্বার মো. মতিউর রহমান দুদু, মঞ্জুর আহমদ, আশেক মিয়া, মো. পাভেল খান, দক্ষিণ নৈখাই মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান মজনু, জিতু মিয়া, আজির আলী প্রমুখ।