জগন্নাথপুরে
মিনিবাস উল্টে খাদে পড়ে আহত ৭

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>জগন্নাথপুরে </span> <br/> মিনিবাস উল্টে খাদে পড়ে আহত ৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের শ্বাসনহবি নামক স্থানে।

জানাগেছে, ১১ জুন মঙ্গলবার সিলেট থেকে একটি যাত্রীবাহী মিনিবাস জগন্নাথপুর আসার পথে শ্বাসনহবি নামক স্থানে আরেকটি নোহা গাড়িকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ৭ জন যাত্রী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বাস দুর্ঘটনার পর আহতরা দ্রুত চলে যাওয়ায় তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে মিনিবাসের শ্রমিক নেতা কবির মিয়া অভিযোগ করে বলেন, ভাঙ্গাচোরা সড়কের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

বিশেষ প্রতিনিধি- নুরুল