মিশিগান ষ্টেট আ. লীগের মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

মিশিগান ষ্টেট আ. লীগের মহান বিজয় দিবস উদযাপন

সিলেটের দিনকাল ডেস্ক:
মিশিগান ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হ্যামট্যামিক সিটি, কনান্ট এবিনিউ, কাবাব হাউজে এক দোয়া ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিশিগান ষ্টেট আ. লীগের সভাপতি ফারুক আহমেদ চান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুল আমিন মানিক, মস্তুফা আল্লামা, জুনেদ এ খান, সহ-সভাপতি মুস্তাক আহমদ মুক্তা, মাহবুব রাব্বি খান, আলফু কামালী, সহ -সাধারণ সম্পাদক খালেদ হোসেন, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মিজান মিয়া (জসিম), শিক্ষা-বিষক সম্পাদক ইকবাল হোসেন খান, আইন বিষক সম্পাদক মো: আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, মিশিগান ষ্টেট আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির চৌধুরী, মিশিগান ষ্টেট স্বেচ্ছাসেবক লীগের নেতা রাজেল আহমদ তালুকদার, মস্তফা আহমদ, হিমেল দাস, মিশিগান ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ গুলজার, নবগঠিত মিশিগান ষ্টেট ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুন, সহ-সভাপতি এ.জে.পাশা, সাধারণ সম্পাদক রীবু চৌধুরী ও কমিউনিটি নেতা কামাল রহমান ।

আরোও উপস্থিত ছিলেন, মিশিগান ষ্টেট আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তাগন বক্তব্য বলেন, আজ আমরা বিশ্বের কাছে আত্মসম্মান নিয়ে আছি কারণ আমরা স্বাধীন জাতি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজন আয়োজন করা হয়।

সুবেদ-১৭/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল