মীর হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা : বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

মীর হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা : বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট মীর মোঃ হাবিবুর রহমান এর উপর বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইনে মামলার দায়ের করা হয়েছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মৃত মীর মো. আব্দুল কাদিরের ছেলে মীর মোঃ হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির ও সাধারণ সম্পাদক কবির আহমদ।
আজ ২৮ মার্চ ২০১৯ ইং বিবৃতিতে নেতৃদ্বয় বলেন তথ্যপ্রযুক্তির মত কালো আইনে মামলা দিয়ে মীর হাবিবুর রহমানের প্রতিবাদী লেখনী এবং গণতন্ত্র ফেরানোর সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না। নেতৃদ্বয় আরো বলেন, মামলা হামলা দিয়ে এই জনপ্রিয় সাবেক ছাত্রনেতার মনোবল ভাঙ্গা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মীর হাবিবুর রহমান এর বাড়ীতে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল