১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
ভাষার মাসের প্রথম দিনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে ১৫দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠানে বিকেল ৫টায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের বঙ্গবন্ধু শিশু আবৃত্তি উৎসবের লোগো এর উন্মোচন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু শিশু আবৃত্তি উৎসব’র প্রস্তুতির সূচনা করা হয়।
আগামী ২১ মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী আয়োজন ঘিরে সবার দৃষ্টির জন্য বঙ্গবন্ধু শিশু আবৃত্তি উৎসবের লোগো উন্মোচন করেন কবি লেখক দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম। আরো উপস্থিত ছিলেন, মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল কর।
তামান্না ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বাংলাদেশ শিশু একাডেমী সিলেট জেলার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী, নারী উদ্যোক্তা সেলিমা সুলতানা, সংস্কৃতি কর্র্মী ধ্র“ব গৌতম, কবি হরিপদ চন্দ, প্রকাশক জসিম উদ্দিন, হিমেল মাহমুদ, রত্না কর।
সংস্কৃতি কর্মী ও বই মেলা পাঠকদের বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংবাদিক আজিজ আহমদ সেলিম মোড়ক উন্মোচনকালে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে প্রত্যেক শিশু কিশোররা বাঙ্গালি মনন নিয়ে বেড়ে উঠকু। বঙ্গবন্ধুকে ঘিরে দিনব্যাপী আবৃত্তি অনুষ্ঠান সিলেটের সুনাম অর্জন করুক ও সবার উপস্থিতি দিনটিকে প্রাঞ্জল করে গড়ে তোলার জন্য সকল মহলের উপস্থিতি কামনা করেন।
মুক্তাক্ষর সিলেট, মুক্তাক্ষর ছাতক, মুক্তাক্ষর বিয়ানীবাজার শাখার সকল আবৃত্তি শিল্পীদের র্যালী, সভা ও প্রচারণার জন্য বঙ্গবন্ধু শিশু আবৃত্তি উৎসবের প্রস্তুতি আহ্বান করা হয়। সেই সাথে দেশ বিদেশের বরেণ্য আবৃত্তি শিল্পীদের উপস্থিতি ঘটলে সংস্কৃতি মহলের সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল আনন্দমুখর করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করা হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D