২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
সিলেটের দিনকাল ডেস্ক :: আমাদের মহান মুক্তিযুদ্ধ কোন ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। জাতির কৃতিত্ব, দেশের কৃতিত্ব। দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন। সুতরাং, এটা জাতির কৃতিত্ব বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
টুকু প্রধান অতিথি হিসাবে এ মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় টুকু আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে কর্মসূচি গ্রহণ করেছি। ৩০ মার্চ পর্যন্ত এ কর্মসূচি দেশের সব জেলা উপজেলায় চলবে।
তিনি বলেন সিলেটের কৃতিসন্তান কর্ণেল ওসমানী, জিয়াউর রহমান বা শফিউল্লাহ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হবেনা। তা অসম্পূর্ণ ইতিহাস হবে। খন্ডিত ইতিহাস হবে। আমরা সেই খন্ডিত ইতিহাসের পক্ষে নই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপদযাপন কমিটির সদস্য সচিব ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হোসেন জীবন ও অপর সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর জেলা) শামা ওবায়েদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় মিডিয়া কমিটির সদস্য নুরুল ইসলাম ।
সিলেটের দিনকাল / আমছাল /২৪মার্চ ২০২১ইং
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D