২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নতুন কেউ দায়িত্ব নেয়ার সময় গোটা বিশ্বের চোখ থাকে ওয়াশিংটনের দিকে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নতুন প্রেসিডেন্ট কোন জায়গার বাসা ছেড়ে এসে হোয়াইট হাউসে উঠছেন, তা নিয়ে চলে নানা আলোচনা ও বিচার-বিশ্লেষণ।
যেমন ২০১৭ সালের জানুয়ারি থেকে কয়েক মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ট্রাম্প টাওয়ার। এবার আলোচনায় আসতে পারে বাইডেন মিউনিসিপ্যাল সুইমিং পুল।
এদিকে নতুন প্রেসিডেন্টকে ঝামেলায় ফেলার জন্য বিদায়ের আগে ট্রাম্প প্রশাসন বাইডেনের ছেলে হান্টারের ট্যাক্সের তদন্ত শুরু করেছে। এএফপি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন তার চোখ ধাঁধানো নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার ছেড়ে হোয়াইট হাউসে আসছেন, তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়ার দেরিতে আসা ইত্যাদি ছিল ফোকাস।
নিউইয়র্কজুড়ে ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প ওয়ার্ল্ড বিল্ডিং, ট্রাম্প প্লাজা, ট্রাম্প ইন্টারন্যাশনাল ও ট্রাম্প পার্ক এভিনিউ- এক কথায় নিউইয়র্ক আর ট্রাম্প যেন একাকার।
শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে ট্রাম্প টাওয়ার ও ট্রাম্প হোটেল। সেগুলোতে সোনার রঙে খোদাই করে লেখা আছে ট্রাম্প। এ কারণে ডোনাল্ড ট্রাম্প নিজেকে গ্রেটেস্ট মনে করেন। তবে তার বেশিরভাগ আলোচনাই ছিল নেতিবাচক।
বিপরীতে এবারকার পরিস্থিতি একেবারেই ভিন্ন। মফস্বল শহরের মতো ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে উঠবেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি। দু’জনের দীর্ঘ ভালোবাসার বন্ধনের কারণে ট্রাম্প-মেলানিয়ার মতো দোলাচলও থাকবে না।
এর অর্থ এই নয় যে, আগন্তুকের মতো আসবেন বাইডেন। তিনি ৪০ বছরের বেশি সময় সিনেটর হিসেবে কাজ করেছেন। ছিলেন বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট। এত কিছুর পরও স্থানীয় মানুষের কাছে তার পরিচয় ‘রেগুলার জো’ হিসেবে।
উইলমিংটনে বাইডেনের সঙ্গে সম্পৃক্ত আলোচনায় উঠে আসবে তিনটি জিনিস। এক. জোসেফ আর. বাইডেন জুনিয়র অ্যাকুয়াটিক সেন্টার। এটি উইলমিংটনের একটি সুইমংপুল। এখানে লাইফগার্ড হিসেবে কাজ করেছেন বাইডেন। দুই. জোসেফ আর. বাইডেন জুনিয়র রেলরোড স্টেশন।
ওয়াশিংটন থেকে বাড়ি যেতে তিনি এটি ব্যবহার করেন। তিন. বাইডেন ওয়েলকাম সেন্টার। এটি যাত্রীদের জন্য রাস্তার পাশে টয়লেট ও স্টেশনারি কেন্দ্র। এছাড়া বাইডেনের নামের সঙ্গে সম্পৃক্ত কিছু নেই।
জো বাইডেনের ওপর ক্রমবর্ধমান রিপাবলিকান হামলার সর্বশেষ হিসেবে বুধবার হান্টারের ট্যাক্স তদন্ত শুরু করেছে রিপাবলিকান প্রশাসন। তদন্তের বিস্তারিত প্রকাশ না হলেও এতে হান্টারের ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স ফাইল ও বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইউক্রেনে কোনো অনিয়ম করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D